ক্রীড়া প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ২৮ ফেব্রুয়ারি বুধবার নেপাল পৌঁছেছে বাংলাদেশ দল। সকাল সাড়ে দশটায় ঢাকা ছেড়ে দুপুর বারোটায় কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশের মেয়েরা। বিমানবন্দরে পৌঁছার পর বাংলাদেশ দলের সদস্যদের অভ্যর্থনা জানানো হয়। সেখান থেকে হোটেলে পৌঁছার পর অনুশীলন শুরু করে বাংলাদেশ দল।
বিকেলে মেয়েদের দেড় ঘন্টা অনুশীলন করিয়েছেন হেড কোচ সাইফুল বারী টিটু। ২ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচ নেপালের সাথে। টুর্নামেন্টের বাকি দুই দল ভারত ও ভুটান।
নেপালে এই মুহূর্তে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। তবে বাংলাদেশের মেয়েদের এই ঠান্ডায় সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। সবার ফোকাস নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের দিকে। টুর্নামেন্টে প্রতিটি দলই একে অন্যের সাথে খেলবে। সেরা দুই দল ১০ মার্চ ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।