ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের বিপক্ষে লিড নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৩৯ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিড এখন ৮৩ রান। মুশফিকুর রহিম ১২ ও ইয়াসির আলী ৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
দিনশেষে বাংলাদেশ কিছুটা অস্বস্তিতে থাকলেও তৃতীয় দিনের শুরুটা ছিল দুর্দান্ত। কোন উইকেট না হারিয়ে ১৪৫রান নিয়ে খেলতে নামা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ লিড নিতে পারবে সেটা হয়তো ভাবে নি কেউ। কিন্তু বাংলাদেশে সেটা পেরেছে তাইজুল ইসলাম এর দুর্দান্ত বোলিং এর কারণে। তাইজুল ৭ উইকেট নিয়ে প্রথম ইনিংসে পাকিস্তানকে আটকে দিয়েছেন ২৮৬ রানে।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৩০ রান। এর ফলে ৪৪রানের লিড পায় বাংলাদেশ। পাকিস্তানী ব্যাটসম্যান আবিদ আলী করেন ১৩৩ রান।
কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৫ রান তুলতেই ৪উইকেট হারায় স্বাগতিকরা। আউট হয়ে গেছেন সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মমিনুল হক। চট্টগ্রাম টেস্টে পাকিস্তানকে কত রানের টার্গেট দিতে পারে বাংলাদেশে তা নির্ভর করছে চতুর্থ দিনের শুরুর ব্যাটিংয়ের উপর।