ক্রীড়া প্রতিবেদক
নেপালে সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপে দারুন শুরু করেছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর কথা জানিয়েছিল বাংলাদেশ দলের খেলোয়াড়রা। চার দলের টুর্নামেন্ট প্রতিটি দল একে অন্যের সাথে খেলবে। সেরা দুই দল ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। সেই হিসেবে টুর্নামেন্টের প্রথম ম্যাচকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরে মাঠে নেমেছিল বাংলাদেশ দল।
প্রথম পরীক্ষায় দারুন সফল হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স শুরু থেকেই নেপালকে চাপে রাখে বাংলাদেশ দল। প্রথমার্ধেই আদায় করে নেয় দুই গোল। ২৪ মিনিটে সুরভী আকন্দ প্রীতির গোলে লিড নেয় বাংলাদেশ। ব্যবধান বাড়াতে সময় নেয়নি মেয়েরা।
৫ মিনিট পর সেই প্রীতিই ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের বাম দিকে বল নিয়ে আক্রমণে ছিলেন বাংলাদেশের আলফি। নেপালের গোলরক্ষক তাকে বাধা দিতে গিয়ে ফেলে দেন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন প্রীতি। প্রথমার্ধের বাকিটা সময় এমনকি দ্বিতীয়ার্ধেও আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৫ মার্চ ভারতের বিপক্ষে।