বাংলাদেশকে ৫ গোলে হারালো ফিলিস্তিন

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্য ছিল কুয়েত থেকে অন্তত একটি পয়েন্ট নিয়ে ফেরার। শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে সেই চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু কুয়েতের আল জাবের আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশকে বাস্তবতা বোঝালো ফিফা র‌্যাংকিংয়ে ৯৭ নম্বরে থাকা দেশটি। বাংলাদেশের জালে ৫ গোল দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম জয় নিয়ে ঘরে ফিরলো যুদ্ধবিধ্বস্ত দেশটি।

শুরুটা দুর্দান্তই ছিল বাংলাদেশের। চোখে চোখ রেখেই লড়াই করছিল। যদিও রক্ষণের ভুলে প্রথমার্ধের শেষদিকে দুটি গোল হজম করে বসে ক্যাবরেরার দল। অথচ বাংলাদেশেই পেয়েছিল প্রথম সুযোগ। ছোট সোহেল রানা সুযোগটি মিস না করলে প্রথমার্ধের স্কোরটা অন্যরকমও থাকতে পারতো।

বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা ভালো দুটি সেভ করেছেন প্রথমার্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার রঙটাই পাল্ট দেয় ফিলিস্তিন। ২-০ তে এগিয়ে থাকা দলটি দ্বিত্বীয়ার্ধে করে আরও ৩ গোল। ৫-০ ব্যবধানের হার। ফিলিস্তিনের বিপক্ষে এটাই সবচেয়ে বড় হার। আগের ৬ ম্যাচের ৫ টিতে হারলেও কোনটিতেই ২টির বেশি গোল দিতে পারেনি মধ্যেপ্রাচ্যের দেশটি। এবার বাংলাদেশকে বিধ্বস্ত করে ছেড়েছে তারা।

ফিলিস্তিনের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন দাবাগ। ৪৩, ৫৩ ও ৭৭ মিনিটে গোল করেছেন তিনি। বাকি ২ গোল করেছেন কুনবার। বাংলাদেশ ও ফিলিস্তিনের ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায়।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.