ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫ গোলে হারার পর এবার ঘরের মাঠে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ফিলিস্তিন। খেলা শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।
অনেক প্রস্তুতি নিয়ে কুয়েতে ফিলিস্তিনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। সৌদি আরবের দুই সপ্তাহের অনুশীলন করে জামাল ভূঁইয়ারা। কিন্তু হতাশ করেছে বাংলাদেশ দল। ফিলিস্তিনের কাছে হেরেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। বিশ্বকাপ বাছাই পর্বে আই গ্রুপে পয়েন্ট টেবিলেরও তলানিতে বাংলাদেশ। অস্ট্রেলিয়া তিন ম্যাচের সবকটি জিতে নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিলিস্তিন ও দুই পয়েন্ট নিয়ে তিনে আছে লেবানন।
তবে আগের ম্যাচের হতাশা ভুলে ২৬ শে মার্চ ফিলিস্তিনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। কিংস অ্যারেনায় এখনো কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ দল। এটাই আত্মবিশ্বাস্যের বড় জায়গা জামালদের জন্য। এখন দেখাই যাক কুয়েতে পারফরম্যান্সের হতাশা ভুলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দল কতটা ঘুরে দাঁড়াতে পারে।