মার্শের ইনজুরিতে চিন্তায় অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন দিল্লি ক্যাপিটালসের মার্শ।

মার্শের ইনজুরি চিন্তায় ফেলেছে অস্ট্রেলিয়াকে। কারন মার্শের ইনজুরিকে উদ্বেগজনক বলে জানিয়েছেন দিল্লির সহকারী কোচ প্রবীন আমরে। স্ক্যান রিপোর্টে খারাপ কিছু এলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে মার্শকে। সেক্ষেত্রে আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করতে পারেন মার্শ। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে মার্শ।

মার্শের ইনজুরি নিয়ে আমরে বলেন, ‘আমাদের কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। তবে মার্শের ইনজুরি উদ্বেগজনক। স্ক্যানের জন্য পাঠানো হয়েছিলো তাকে এবং ফিজিওরা এক সপ্তাহের মধ্যে আমাদের রিপোর্ট দিবেন। তারপর আমরা প্রকৃত অবস্থা বুঝতে পারবো। সে (পুরো মৌসুমে) খেলতে পারবে কি-না, সেটি স্ক্যানের রিপোর্টের উপর নির্ভর করছে।’ চলতি মৌসুমে চার ম্যাচ খেলে ৬১ রান এবং ১ উইকেট শিকার করেছেন মার্শ।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.