ক্রীড়া প্রতিবেদক
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তায় জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামীকাল। ইয়ূথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় হয়ে থাকে এই টুর্নামেন্ট। এর বিস্তারিত জানাতে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছয়টি ভেন্যুতে মোট ৩৬টি দল নিয়ে হবে প্রাথমিক পর্বের খেলা। ভেন্যুগুলো হচ্ছে যশোহর, ফেনী, দিনাজপুর, জামালপুর, রাজশাহী ও মাদারীপুর। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ও সেরা রানার্স আপ এবং চূড়ান্ত পর্বের স্বাগতিক দল অর্থাৎ মোট আট দল নিয়ে হবে মূল পর্বের খেলা।
এখান থেকে ভালো মানের খেলোয়াড় বাছাই করে বাফুফে একাডেমিতে সুযোগ করে দেয়া হবে। জানিয়েছে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন।