ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ও পাকিস্তানের দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামীকাল শুরু হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল দশটায়। চট্টগ্রাম টেস্ট ৮ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। সিরিজ ড্র করতে হলে ঢাকা টেস্ট জিততেই হবে টাইগারদের।
এই ম্যাচ দিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও জাতীয় দলের হয়ে দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন সাকিব। তাই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে খেলতে পারেননি সাকিব আল হাসান। আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিন বছর পর টেস্ট খেলতে নামবেন তিনি।
সাকিব ছাড়াও বাংলাদেশের একাদশে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া সাইফ হাসানের জায়গায় অভিষেক হতে পারে মাহমুদুল হাসান জয়ের। ঢাকা টেস্টের খেলায় বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে টেস্টের দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবিদ আলি, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলাম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নোমান আলী, হাসান আলি, শাহীন শাহ আফ্রীদি ও সাজিদ খান।