২০১৬ থেকে চেন্নাই দলে খেলার স্বপ্ন দেখে আসছেন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

২০১৬ সালে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার সুযোগ পান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ঐ আসর থেকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন ফিজ। তার সেই স্বপ্ন আইপিএলের ১৭তম আসরে পূর্ণতা পেয়েছে। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলছেন মুস্তাফিজ।

জাতীয় দলের মতই চেন্নাইয়ের হয়ে খেলাটা উপভোগ করছেন মুস্তাফিজ। চেন্নাইয়ের ইউটিউব চ্যানেলে দেওয়া এক একটি সাক্ষাৎকারে দলের হয়ে কাটানো নিজের সুখকর সময়গুলো তুলে ধরেছেন ফিজ। ২০১৬ সালে নিজের প্রথম আইপিএলে সানরাইজার্স হায়দারাদের হয়ে খেলেন মুস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ‘ইমার্জিং প্লেয়ারের’ পুরস্কার জিতেন তিনি। পরের বছরও হায়দারাবদের হয়ে খেলেছেন তিনি। ২০১৮ সালে মুস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২১ সালে মুম্বাই ছেড়ে রাজস্থান রয়্যালসে যোগ দেন মুস্তাফিজ। এরপর দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন তিনি। অবশেষে এবারের আইপিএলে চেন্নাইতে খেলার সুযোগ পান ফিজ।

২০১৬ সালে আইপিএলে নিজের প্রথম আসর থেকেই চেন্নাইতে খেলার স্বপ্ন দেখতে শুরু করেন জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘এবারই প্রথম চেন্নাই দলে খেলা। যখন আমি খেলা শুরু করি, বিশেষ করে ২০১৬ সালের আইপিএলে যখন খেলি, তখন থেকে চেন্নাই দলে খেলা স্বপ্ন ছিল আমার।’

এবারের আসরে চেন্নাইয়ে হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ২৭ দশমিক ৩ ওভার বল করে ২৭৭ রানে ১২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ফিজ। জাতীয় দলের মতই চেন্নাইয়ের হয়ে খেলা উপভোগ করছেন তিনি, ‘ জাতীয় দলে যেমন সবাই ফ্রেন্ডলি, এখানে আসার পর আমার তেমন অস্বস্তি লাগেনি। এটাই মনে হয় অনেক বড় ব্যাাপার।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.