ক্রীড়া প্রতিবেদক
বৃষ্টি বেশ ভালোভাবেই বিঘ্ন ঘটাচ্ছে ঢাকা টেস্টে। প্রথম দিনে তবুও খেলা হয়েছিল ৫৭ ওভার। আজ দ্বিতীয় দিনে সেটির ধারে কাছেও যায়নি। বৃষ্টির লুকোচুরির মাঝে মাত্র ৬.২ ওভার অর্থাৎ ৩৮ বল খেলা হয়েছে দ্বিতীয় দিনে। দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয় বিকেল তিনটায়।
ঢাকা টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে ৫৭ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল পাকিস্তান। আজ কয়েক দফা খেলার শুরুর সময় নির্ধারণ করা হলেও দুপুর ১২ টা ৫০ মিনিটের আগে খেলা শুরু করা সম্ভব হয়নি। যেটুকু খেলা হয়েছে তাতে ৬.২ ওভারে ২৭ রান করেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। অধিনায়ক বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।