জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে। চোট কাটিয়ে ফিরেছেন সৌম্য সরকারও। বাজে ফর্মে থাকা লিটন কুমার দাস আরও সুযোগ পাচ্ছেন। শেষ দুই ম্যাচের দলেও টিকে গেছেন লিটন। আর সিরিজের প্রথম তিন ম্যাচে খেলার সুযোগ না পেলেও স্কোয়াড থেকে ছিটকে গেছেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন।

প্রথম তিন ম্যাচের দল থেকে পরিবর্তন আছে আরও একটি। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে। তৃতীয় টি-টোয়েন্টিতে মঙ্গলবার এমনিতেও একাদশের বাইরে রাখা হয়েছিল বাঁহাতি এই পেসারকে। এই মুহূর্তে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি লিটনের ফর্ম। চলতি সিরিজের তিন ম্যাচে মোট ৩৬ রান করেছেন তিনি, খেলেছেন ৪৩ বল। সবশেষ ১০ টি-টোয়েন্টিতে ফিফটি নেই তার ব্যাটে।

এই সময়ে ১৯.৭৭ গড়ে তিনি করেছেন ১৭৬ রান। স্টাইলিশ ব্যাটিং ও দ্রুত রান তোলার সামর্থ্যের কারণে অন্যদের চেয়ে তাকে আলাদা মূল্যায়ন করা হলেও এই ১০ ম্যাচে তার স্ট্রাইক রেটও খুব ভালো নয় (১০১.১৩)।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্করণে তার আউট হওয়ার ধরনও জন্ম দিয়েছে নানা প্রশ্নের। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্লেসিং মুজারাবানির বলে পরপর দুইবার স্কুপ করার চেষ্টায় ব্যর্থ হন তিনি। তৃতীয়বার আবার একই শট খেলতে গিয়ে বল টেনে আনেন স্টাম্পে। চট্টগ্রামে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। পরের দুই ম্যাচ মিরপুরে শুক্রবার ও রোববার।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.