ক্রীড়া প্রতিবেদক
জুড বেলিংহাম ও ভিনিসিয়াস জুনিয়রের দারুন পারফরমেন্সে লা- লিগায় আলাভেসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
কার্লো আনচেলত্তির দল এর মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রস্তুতিও দারুনভাবে সেরে নিয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে সফরকারী আলাভেসকে মোটেই স্বস্তি দেয়নি গ্যালাকটিকোরা।
দলের হয়ে প্রথম গোলটি করেছে বেলিংহাম, এরপর মাদ্রিদের তিন গোলের যোগানদাতা ছিলেন। এর মধ্যে ভিনিসিয়াস করেছেন জোড়া গোল। মৌসুমের শেষে এসে দলের সবাই যেন নিজেদের সেরা ফর্ম প্রমানে ব্যস্ত হয়ে উঠেছে।
টার্কিশ টিনএজার আরডা গুলার দলের হয়ে পঞ্চম গোলটি করেন। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার থেকে ১৭ পয়েন্ট এগিয়ে গেল আনচেলত্তির দল।
রোববার খোলা ছাদে মাদ্রিদ শহর প্রদক্ষিনের মাধ্যমে মাদ্রিদ তাদের শিরোপা জয় উদযাপন করেছে। কিন্তু এখন সব দৃষ্টি ১ জুন ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকে ঘিরে। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা কোনভাবেই এই চ্যাম্পিয়শীপ হাতছাড়া করতে চাইছে না।