নিউক্যাসলকে হারিয়ে ইউরোপের আশা টিকিয়ে রাখলো ইউনাইটেড

ক্রীড়া প্রতিবেদক

নিউক্যাসলকে বুধবার প্রিমিয়ার লিগে ৩-২ গোলে পরাজিত করে হতাশাজনক মৌসুমে কিছুটা হলেও আশার আলো দেখছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে ইউনাইটেডের আগামী মৌসুমে ইউরোপীয়ান আসরে খেলার আশা এখনো টিকে থাকলো।

এরিক টেন হাগের দল এখনো প্রিমিয়ার লিগে সপ্তম স্থান নিশ্চিতের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। অন্তত এই স্থানটি নিশ্চিত করতে পারলে আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করবে ইউনাইটেড। তবে আগামী ২৫ মে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের ফাইনালে জিততে পারলে ইউরোপা লিগে খেলাও নিশ্চিত হবে। কিন্তু ওয়েম্বলিতে সিটি জয়ী হলে কনফারেন্স লিগ নিয়েই ইউনাইটেডকে সন্তুষ্ট থাকতে হবে।

অষ্টম স্থানে থাকা ইউনাইটেড এখনো সেই স্থানের জন্য লড়াই টিকিয়ে রেখেছে। নিউক্যাসলকে হারিয়ে তারা সপ্তম স্থানে থাকা ম্যাগপাইদের সাথে সমান ৫৭ পয়েন্ট অর্জন করেছে। নিউক্যাসলের তুলনায় গোল ব্যবধানে ইউনাইটেড বেশ খানিকটা পিছিয়ে আছে। যে কারনে শেষ ম্যাচে ম্যাগপাইদের থেকে ভাল ফলাফল করতেই হবে ইউনাইটেডকে। রোববার মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটন সফরে যাবে ইউনাইটেড, নিউক্যাসল খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে

কোবি মেইনু, ডিয়ালো ও রাসমাস হোলান্ডের গোলে ওল্ড ট্র্যাফোর্ডে গত নয় লিগ ম্যাচে তৃতীয় জয় নিশ্চিত হয় ইউনাইটেডের। নিউক্যাসলের এই পরাজয়ে পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলার নিশ্চিত হয়েছে। এদিকে ষষ্ঠ স্থানে থাকা চেলসি বুধবার ব্রাইটনকে ২-১ গোলে পরাজিত করে ইউরোপীয়ান আসরে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.