ক্রীড়া প্রতিবেদক
আটালান্টাকে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জয় করেছে জুভেন্টাস। এর মাধ্যমে আটালান্টার ছয় যুগেরও বেশী সময় ধরে শিরোপা অপেক্ষা আরো বাড়লো।
সার্বিয়ান স্ট্রাইকার ভ্লাহোভিচের চতুর্থ মিনিটের গোলে জুভেন্টাসের রোমের ফাইনালে ১৫তম কাপ শিরোপা নিশ্চিত হয়। জানুয়ারির শেষ থেকে মাসিমিলিয়ানো আলেগ্রির দল মাত্র তিনটি ম্যাচে জয়ী হয়েছে। কিন্তু তারপর আটালান্টা ফর্মহীনতা ভোগা জুভেন্টাসকে প্রতিরোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ভ্লাহোভিচের একটি গোল অফসাইডের কারনে বাতিল হয়ে যায়। নাহলে ব্যবধান হয়তো আরো বাড়তে পারতো।
এই শিরোপার মাধ্যমে জুভেন্টাসের তিন বছরের শিরোপা খরা কাটলো। সাম্প্রতিক সময়ে মিলানের দুই ক্লাব ও নাপোলির কাছে অনেকটাই পিছিয়ে পড়েছে ইতালির সবচেয়ে সফল ও ব্যপকভাবে সমর্থিত ক্লাব জুভেন্টাস।
১৯৬৩ সালের পর প্রথম বড় কোন শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আটালান্টা। ঐতিহ্যগতভাবে প্রাদেশিক একটি ক্লাবের জন্য আটালান্টার এবারের মৌসুমটা দারুন কেটেছে। যদিও কাল দুর্দান্ত ভাবে গোছানো জুভেন্টাসের রক্ষনভাগকে ভাঙ্গা সক্ষম হয়নি গিয়ান পিয়েরো গাসপেরিনির দলের। আক্রমনাত্মক কৌশলে সবসময় খেলা আটালান্টাকে কাল টার্গেটে একটিও শট নিতে দেয়নি জুভেন্টাসের রক্ষনভাগ। ম্যাচ শেষের ১০ মিনিট আগে আদেমোলা লুকমানের শট পোস্টের একেবারে নীচে লেগে ফেরত আসলে হতাশ হতে হয় আটালান্টাকে। এটাই তাদের একমাত্র ভাল সুযোগ ছিল।