ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়াকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে। ৬ জুন ঢাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচ। বিশ্বকাপ ২০২৬ এবং ২০২৭ এশিয়ান কাপের খেলার বাছাই চলছে। আই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবানন এবং বাংলাদেশ। গ্রুপ পর্বে এখনো বাংলাদেশের দুটি ম্যাচ বাকি রয়েছে। একটা অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ, ঢাকায়। অন্যটি লেবাননের বিপক্ষে ১১ জুন, কাতারে হবে সেই ম্যাচ।
অস্ট্রেলিয়া খুব কম সময় নিয়ে বাংলাদেশে আসবে। আগামী ৪ জুন রাতে ঢাকায় নামবে। ৫ জুন হালকা অনুশীলন করবে। ৬ জুন বসুন্ধরা কিংসের মাঠে ম্যাচ খেলে সেই রাতেই বিমান ধরবে অস্ট্রেলিয়ান ফুটবল দল। এভাবেই ফ্লাইট চূড়ান্ত করেছে তারা। মূলত এক দিনের বেশি যেন থাকতে না হয়। নানা নিরাপত্তার কারণ বেশি সময় অবস্থান করতে চায় না অস্ট্রেলিয়া। এক মাস আগেই ঢাকায় এসেছিল অস্ট্রেলিয়া ফুটবলের প্রতিনিধি। তারা ঢাকায় এসে ম্যাচ ভেন্যু, হোটেল ব্যবস্থা নিজেরা দেখে গিয়েছে।
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে যাওয়াটা অস্ট্রেলিয়ার জন্য এক প্রকার নিশ্চিতই হয়ে রয়েছে। ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিলিস্তিন। কোনো ম্যাচ না জিতে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে, তৃতীয় স্থানে লেবানন এবং ৪ খেলায় ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ হেরেছে ৭-০ গোলে।
৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলে পরদিনই ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। ১১ জুন বিশ্বকাপ আয়োজক দেশ কাতারে বাংলাদেশের শেষ ম্যাচ লেবাননের বিপক্ষে।