ক্রীড়া প্রতিবেদক
১২০ মিনিটের রুদ্ধশ্বাস ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। যে লড়াইয়ে শেষ হাসি বসুন্ধরা কিংসের।
এতে করে ট্রেবল জয়ের স্বপ্নও পূরণ হয়েছে অস্কার ব্রুজনের দলের। স্বাধীনতা কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর তারা জিতলো ফেডারেশন কাপ। এ নিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস।
নির্ধারিত ৯০ মিনিটে ছিল ১-১ ড্র। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানই। কিন্তু সেখান থেকে নির্ধারিত সময়ে এক গোল দিয়ে সমতা এবং অতিরিক্ত সময়ে আরেক গোল দিয়ে ম্যাচ নিজের করে নেয় কিংস।
বসুন্ধরা কিংস ম্যাচের ৬৪ মিনিটে প্রথম গোল খায়। প্রথমার্ধ বসুন্ধরাকে আটকে রেখে কিছুটা ধীর গতিতে খেলতে থাকে মোহামেডান। দ্বিতীয়ার্ধে আক্রমণ শানতে থাকে তারা। বসুন্ধরার গোলরক্ষক বেশ কটা শট ফেরালেও এমানুয়েল সানডেকে আটকাতে পারেননি।
কিন্তু শিরোপা ছোঁয়া দূরত্বে গিয়ে গোল খেয়ে বসে মোহামেডান। ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার মিগেল দামাসেনা। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতায় শেষ হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে শুরুতেই গোল করেন জাহিদ। বসুন্ধরাকে ট্রেবল জেতান।