লুকমানের হ্যাটট্রিকে আটালান্টার ইউরোপা লিগ জয়, থামলো লেভারকুসেনের জয়রথ

ক্রীড়া প্রতিবেদক

আদেমোলা লুকমানের দুর্দান্ত হ্যাটট্রিকে জার্মানির বায়ার লেভারকুসেনকে ফাইনালে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগের শিরোপা জয় করেছে ইতালিয়ান ক্লাব আটালান্টা। এর মাধ্যমে ৬১ বছর পর প্রথম কোন শিরোপার দেখা পেল সিরি-এ লিগের ক্লাবটি। একই সাথে বায়ার লেভারকুসেনের অভাবনীয় ৫১ ম্যাচের জয়রথও আটালান্টা শেষ পর্যন্ত থামাতে পেরেছে।

১৯৭৫ সালের পর ইউরোপীয়ান কোন আসরের ফাইনালে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন লুকমান। এটাই আটালান্টার প্রথম কোন মহাদেশীয় ট্রফি। সিরি-এ লিগে দুই জায়ান্ট এসি ও ইন্টার মিলানের দাপটের কাছে দীর্ঘদিন ধরেই পিছিয়ে রয়েছে বারগামোর এই দলটি।

এবারের মৌসুমে প্রায়ই পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে আসাই ছিল প্রথমবারের মত বুন্দেসলিগা শিরোপা জয়ে লেভারকুসেনের মূলমন্ত্র। যদি এবার আর শেষ রক্ষা হয়নি। ধীরে শুরু করার কারনে পিছিয়ে পড়া থেকে আর বেরিয়ে আসতে পারেনি জাভি আলোনসোর দল।

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে শুরু থেকে নিজেদের নির্দিস্ট কৌশলে খেলতে নামা আটালান্টা ১২ মিনিটেই এগিয়ে যায়। ডেভিড জাপাকোস্তার পাসে লুকমান লেভারকুসেন মিডফিল্ডার এক্সেকুয়েল পালাসিওসকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান।

২৬ মিনিটে লুকমানের দ্বিতীয় গোলটি যেকোন ফাইনালে একটি দলকে জয়ের জন্য যথেষ্ট হিসেবে চিহ্নিত হবে। বিরতির পরও আটালান্টা লেভারকুসেনকে চাপে রেখেছিল। বিশেষ করে কাউন্টার এ্যাটাক থেকে একের পর এক আক্রমন তারা করে গেছে। তারই ধারাবাহিকতায় ৭৫ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে লুকমান হ্যাটট্রিক পূরণ করেন।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.