ক্রীড়া প্রতিবেদক
সেভিয়াকে মৌসুমের শেষ ম্যাচে ২-১ গোলে হারিয়ে জয়ের মধ্য দিয়ে বার্সেলোনার কোচের পদ থেকে বিদায় নিয়েছে জাভি হার্নান্দেজ। বিদায়ের আগে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তরসূরীদের জন্য এই কাজটা মোটেই সহজ হবে না। কাতালান জায়ান্টরা এবার কোন শিরোপা ছাড়া টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লা লিগা মৌসুম শেষ করেছে। শুক্রবার ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা জাভির ছাঁটাইয়ের ঘোষনা দিলে শিষ্যরা অন্তত শেষ ম্যাচটিতে তাকে জয়ের মাধ্যমে বিদায় দিতে চেয়েছিল।
মাত্র এক সপ্তাহ আগে বার্সেলোনা ঘোষনা দিয়েছিল আগামী মৌসুমেও জাভিই কোচের পদে থাকছেন। এর আগে অবশ্য জানুয়ারিতে জাভি নিজেই ঘোষনা দিয়েছিলেন এবারের গ্রীষ্মে তিনি বার্সা ছেড়ে চলে যাচ্ছেন। ২০২১ সালের নভেম্বরে কোচের দায়িত্ব পাবার পর জাভি গত মৌসুমে বার্সেলোনাকে স্প্যানিশ শিরোপা উপহার দিয়েছেন। কিন্তু এবার আর শিরোপা ধরে রাখতে পারেননি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে লিগ শেষ করেছে বার্সা।
এবারের লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুটি ম্যাচে ছাড়াও তৃতীয় স্থানে থাকা জিরোনা ও ভিয়ারিয়ালের বিপক্ষে একটি ম্যাচে বার্সেলোনা পরাজিত হয়েছে। এই ম্যাচগুলোর পয়েন্টই পরবর্তীতে বার্সেলোনাকে পিছিয়ে দিয়েছে।