ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘদিন সন্ধান শেষে শেষ পর্যন্ত ভিনসেন্ট কোম্পানিকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ৩৮ বছর বয়সী এই বেলজিয়ানের অধীনে এবারের মৌসুমে বার্নলি এক মৌসুম পরেই আবারো প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে গেছে। যে কারনে কোম্পানির নিয়োগ অনেককেই বিস্মিত করেছে। আলিয়াঁজ এ্যারেনাতে তিনি তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন।
ফুটবলের অন্যতম বড় এই চাকরিতে কোম্পানির মত অনভিজ্ঞ একজনকে নিয়োগ দিয়ে বায়ার্ন অনেকটা ঝুঁকি নিয়েছে। ক্লাবের এক বিবৃবিতে কোম্পানি বলেছেন, ‘এফসি বায়ার্নের হয়ে চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি। এই ক্লাবের হয়ে কাজ করতে পারার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। আন্তর্জাতিক ফুটবলে এফসি বায়ার্ন একটি প্রতিষ্ঠান। আমি এখন মূল কিছু কাজ দিয়ে শুরু করতে চাই, খেলোয়াড়দের সাথে মানিয়ে নিয়ে দলকে নতুন করে গঠন করা। একবার মূল কাজ শেষ হলে সাফল্য এমনিতেই আসবে।’
খেলোয়াড়ী জীবনের কোম্পানি বেশ সফল ছিলেন। ম্যানচেস্টার সিটি ও বেলজিয়াম জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। এ্যান্ডারলেখটের কোচ হিসেবে তিনি কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০২২ সালে বার্নালিতে যোগ দেন। প্রথম বছরই দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে বার্নলিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেন। কিন্তু আবার ঠিক ১২ মাস পর তার দল চ্যাম্পিয়নশীপে অবনমিত হয়ে যায়।