আমরা চাইলে যেকোন দলকে হারাতে পারি : তানজিম

ক্রীড়া প্রতিবেদক

একাদশের ১১জন খেলোয়াড় একত্রে জ্বলে উঠলে, বিশ্বের যেকোন দলকে যেকোন দিন বাংলাদেশ হারানোর সামর্থ্য রাখে বলে মন্তব্য করেছেন টাইগারদের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ও নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে তানজিম জানান, যেকোন দলকে হারানোর মতো দক্ষতা আমাদের আছে।

এ মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে দারুন চাঙ্গা ছিলো বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ শেষে যুক্তরাষ্ট্র সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। বিশ্বকাপের আগে র‌্যাংকিংয়ের ১৯তম দল (বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ১৮তমস্থানে আছে) যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। কিন্তু এমনটা মানতে নারাজ তানজিম।

বাংলাদেশ দল মানসিকভাবে চাঙ্গা আছে বলে ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় জানান তানজিম, ‘আমাদের দল খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে খুবই শক্তিশালী আছে। বন্ধনও খুব শক্তিশালী। আমরা চাইলে যে কোন দলকে হারাতে পারি। আমাদের এগারো জন যদি মাঠে ঐদিন সেরাটা দিতে পারে, তাহলে কোন দলই আমাদের সামনে ব্যাপার না। আমরা যে কোন দলকে হারানোর মতো দক্ষতা রাখি।’

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.