ক্রীড়া প্রতিবেদক
প্রথম ম্যাচে ভালো খেলে জিততে না পারলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মারিয়া মান্ডারা ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ভুটানকে। প্রথমার্ধে তিন গোলের পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে বাংলাদেশ। এই জয়ের ফলে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নিপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বাংলাদেশ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের দুই মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। নেপালের ডিফেন্স বল ক্লিয়ার করতে গেলে তহুরার পায়ে লেগে বল জজায় নেপালের জালে। ৬ মিনিটে আবার গোল পেয়েছিল বাংলাদেশ। ভুটানের গোলকিপার বল গ্ৰিপে নিতে না পারায় সুযোগ পেয়ে যান রিপা। খুব সহজে বল জালে জড়িয়েছিলেন তিনি। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।
তবে ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। মারিয়া মান্ডার লং পাসে ডান দিক থেকে আড়াআড়ি শটে গোল করেন শাহেদা আক্তার রিপা। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। রিপার ক্রস থেকে হেডে গোল করেন তহুরা খাতুন। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে আরও উজ্জীবিত স্বাগতিক মেয়েরা। ৪৭ মিনিটে আরও এক গোল করে বাংলাদেশ। আনুচিং মুগিনির বাড়িয়ে দেয়া বলে রিপা গোলমুখে শট নেন। ভুটানের গোলকিপারের হাত ফসকে বল চলে যায় জালে।
৫৫ মিনিটে গোলকিপার পরিবর্তন করে ভুটান। ৬৭ মিনিটে ফ্রি কিক থেকে মারিয়া মান্ডার শট ফিরিয়ে দেন ভুটানের গোলকিপার।
৬৯ মিনিটে দেখার মত গোল ঋতু পর্ণা চাকমার। ৭৯ মিনিটে ছয় নম্বর গোল পেতে পেতেও পায় নি বাংলাদেশ। মারিয়া মান্ডার ক্রসে আনুচিংয়ের হেড সাইড পোস্টে লেগে চলে যায়।
পাঁচ গোলের লিড নিয়েও গোলক্ষুধা এতটুকু কমেনি বাংলাদেশের মেয়েদের। গোলের জন্য চেষ্টা ছিল পরের সময়েও। ৯২ মিনিটে ভুটানের জালে ছয় নাম্বার গোল করেন অধিনায়ক মারিয়া মান্ডা। বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে আগামী শুক্রবার ভারতের বিপক্ষে।