ক্রীড়া প্রতিবেদক
মিকেল মেরিনোর অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে জার্মানিকে ২-১ ব্যবধানে পরাজিত করে ইউরো চ্যাম্পিয়নশীপের সেমিফাইনাল নিশ্চিত করেছে অপ্রতিরোধ্য স্পেন। এই জয়ে রেকর্ড চতুর্থ ইউরো শিরোপা জয়ের স্বপ্নে টিকে রাখলো স্প্যানিশরা।
উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে প্রথমার্ধ ছিল গোলশুন্য। ৫১ মিনিটে ১৬ বছর বয়সী লামিন ইয়ামালের নিখুঁত পাসে ডানি ওলমোর গোলে এগিয়ে যায় লা রোজারা। ম্যাচ শেষের ১৪ মিনিট আগে নিকলাস ফুলক্রুগ পোস্টে বল লাগান। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। স্বাগতিকরা যখন বিদায়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল তখনই ৮৯ মিনিটে জসুয়া কিমিচের সহায়তায় ফ্লোরিয়ান রিটজ দলকে সমতায় ফিরিয়ে ম্যাচটি নিয়ে যান অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুই দল সমানভাবে আক্রমন চালিয়েছে। শেষ পর্যন্ত ১১৯ মিনিটে ওলমোর লফটেড পাসে মেরিনো গোল করে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেন। শেষ চারে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স।
ম্যাচ শেষে জয়সূচক গোলদাতা মেরিনো বলেছেন, ‘সত্যি কথা বলতে কি আমি জীবিত নই। চারিদিকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিনা। এটা আমার জন্য এক বিশেষ মুহূর্ত।’ ওলমো বলেছেন, ‘এই মুহূর্তটি গৌরবের। ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আমরা যেভাবে লড়েছি তা অনেকের কাছেই অনুকরণীয় হয়ে থাকবে।’
বড় আসরে প্রায় এক দশক যাবত ব্যর্থতার পর ঘরের মাঠে জার্মানিননর সামনে সুযোগ এসেছিল হারানো ঐতিহ্য ফিরে পাবার। কিন্তু শেষ আটে এসে স্বাগতিকদের সেই আশা পূরণ হলো না। এই ম্যাচ শেষেই বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে সমাপ্তি টেনে বিদায় নিয়েছেন দলের মধ্যমাঠের নির্ভরযোগ্য কান্ডারি টনি ক্রুস।