ক্রীড়া প্রতিবেদক
পেনাল্টি শ্যুট আউটে পর্তুগালকে ৫-৩ গোলে পরাজিত করে ইউরো চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিট ম্যাচটি গোলশুন্য ড্র থাকার পর শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের দল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে বিদায় করে শেষ চারের টিকেট পেয়েছে। এই ম্যাচটি ছিল ইউরোতে পর্তুগীজ সুপারস্টার রোনাল্ডোর শেষ ম্যাচ।
ফ্রান্স তাদের পেনাল্টি শ্যুট আউটের প্রতিটিতেই সফল হয়েছে। অন্যদিকে হুয়াও ফেলিক্সের তৃতীয় শটটি মিস হলে পর্তুগালের বিদায় নিশ্চিত হয়। শেষ চারে ফ্রান্সের প্রতিপক্ষ দূরন্ত স্পেন।
২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে পেনাল্টিতে পরাজিত হবার পর এই পরিস্থিতিতে একটি জয় জরুরী হয়ে পড়েছিল ফ্রান্সের। তিন বছর আগে শেষ ষোলতে সুইজারল্যান্ডের কাছে পরাজিত হয়ে এভাবেই বিদায় নিয়েছিল ফরাসিরা। জার্মানির মাটিতে সর্বশেষ বড় টুর্নামেন্টেও ফ্রান্স পেনাল্টিতেই পরাজিত হয়েছিল। ২০০৬ বিশ্বকাপের ফাইনালে তখন ফ্রান্সের প্রতিপক্ষ ছিল ইতালি।
সুইজারল্যান্ডের বিরুদ্ধে এমবাপ্পে গুরুত্বপূর্ণ পেনাল্টি শটটি মিস করেছিলেন। কাল শ্যুট আউটের আগেই তাকে ডাগ আউটে উঠিয়ে নেন কোচ দিদিয়ের দেশ্যম। তার স্থানে অতিরিক্ত সময়ের মাঝামাঝিতে মাঠে নামেন ব্র্যাডলি বারকোলা। ফ্রান্সের হয়ে স্পট কিক থেকে গোল করেছেন বারকোলা, ওসমানে ডেম্বেলে, ইউসুফ ফোফানা, জুলেস কুন্ডে ও থিও হার্নান্দেজ।