শ্রীলংকার অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলংকা টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। পদত্যাগ পত্র শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) কাছে পাঠিয়েছেন তিনি। গত জানুয়ারিতে শ্রীলংকা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন তিনি। এক বিবৃতিতে এসএলসি জানায়, শ্রীলংকার ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাসারাঙ্গা।

পদত্যাগপত্রে হাসারাঙ্গা লিখেছেন, ‘একজন খেলোয়াড় হিসাবে শ্রীলংকা ক্রিকেটে সবসময় আমার সর্বোত্তম প্রচেষ্টা থাকবে এবং আমি সর্বদা আমার দলের পাশে থাকবো ও নেতৃত্বকে সমর্থন করবো।’

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকাতে পারেনি শ্রীলংকা। দলের ব্যর্থতায় সমালোচনার মুখে পড়তে হয়েছে হাসারাঙ্গাকে। বিশ্বকাপের পর শ্রীলংকার প্রধান কোচ ক্রিস সিলভারউড ও পরামর্শক মাহেলা জয়াবর্ধনে দায়িত থেকে অব্যাহিত নেন। সদ্য অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া।

হাসারাঙ্গা সরে দাঁড়ানোয় দ্রুতই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে শ্রীলংকাকে। কারন এ মাসে ২৬ জুলাই থেকে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে লংকানরা।

হাসারাঙ্গার জায়গায় অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন ব্যাটার চারিথ আসালঙ্কা। এর আগে হাসারাঙ্গার অনুপস্থিতিতে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এরমধ্যে ১টি করে জয় ও হার ছিলো। ১০টি টি-টোয়েন্টিতে শ্রীলংকার অধিনায়কত্ব করেন হাসারাঙ্গা। তার নেতৃত্বে ৬টিতে জয় ও ৪টি হারে লঙ্কানরা। তার অধীনে এ বছরের শুরুতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষীক টি-টোয়েন্টি সিরিজে জয় পায় শ্রীলংকা।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.