ক্রীড়া প্রতিবেদক
বড় পরাজয় দিয়ে ঘরের মাঠে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো বাংলাদেশ। শক্তিশালী ভারতের কাছে ৯-০ গোলে হেরেছে আশরাফুল, জিমিরা। ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ খেলোয়াড়রা। স্বাগতিকরা কত কম গোল হজম করতে পারে তারই যেন চেষ্টা ছিল।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১১ মিনিট পর্যন্ত ভারতকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। ১২ মিনিটে দিলপ্রীত সিংয়ের ফিল্ড গোলে ম্যাচে এগিয়ে যায় ভারত। ২২ মিনিটে নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোল করেন দিলপ্রীত। ২৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে স্কোরলাইন ৩-০ করেন লোলিত কুমার।
প্রথমার্ধে তিন গোল করলেও দ্বিতীয়ার্ধে আরও ছয় গোল দিয়েছে ভারত। ৩১ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন জারমানপ্রীত সিং। ৪৩ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে আবারও গোলের দেখা পেয়েছেন জারমানপ্রীত সিং। এক মিনিট পর দিলপ্রীত সিং হ্যাটট্রিক করলে ভারত ম্যাচে এগিয়ে যায় ৬-০ গোলে। ৫৪ মিনিটে ভারতের সপ্তম গোলটি করেছেন আকাশদ্বীপ সিং।
এক মিনিট পরই আবার গোল করেন মানদ্বীপ। ৫৭ মিনিটে ভারতের নবম ও শেষ গোলটি করেন হারমানপ্রীত সিং। বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।