ক্রীড়া প্রতিবেদক
নেপাল থেকে আজ দেশে ফিরেছে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এরপর বাংলাদেশ দল আসে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে। সেখানে বাংলাদেশ দলের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ চ্যাম্পিয়ন শিরোপা তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদের হাতে। দেশ এই মুহূর্তে কঠিন সময় পার করছে। দেশ গঠনের পাশাপাশি বন্যা মোকাবেলা নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর্থিক সংকটের মধ্যেও ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশ দলের প্রত্যেকের জন্য ২৫ হাজার টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন।
দেশের এই দুঃসময়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সাফ অনূর্ধ্ব ২০ শিরোপা জয়ী বাংলাদেশ দল। ক্রীড়া উপদেষ্টার ঘোষণার পর হেড কোচ মারুফুল হক জানান আর্থিক পুরস্কার এর পুরোটাই বন্যার্ত মানুষের জন্য দেয়া হবে।
নেপালে অনন্য এই অর্জনের জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ধন্যবাদ জানান বাংলাদেশ দলকে। সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখার জন্য উৎসাহ দেন দলের সবাইকে। দেশের এই সংকটময় মুহূতে দলের সবাই প্রতিজ্ঞাবদ্ধ ছিল যেভাবেই হোক চূড়ান্ত সাফল্য নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল। সবার চেষ্টায় বাংলাদেশ সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ।