ক্রীড়া প্রতিবেদক
ভুটান সফরে আগামীকাল রবিবার দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। প্রথম ম্যাচে বাংলাদেশ দল ১-০ গোলে হারায় ভুটানকে। জয় পেলেও বাংলাদেশ দল গুছিয়ে খেলতে পারেনি।
তবে ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ ভালো ফুটবল খেলতে চায় বাংলাদেশ দল। আজ ভেন্যুতে দেড় ঘন্টা অনুশীলন করেছেন জামাল, তপুরা। প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশ ম্যাচটিকে ফাইনালের মত মনে করছে। অর্থাৎ জয় নিয়েই মাঠ ছাড়ার কথা জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
জামাল জানিয়েছেন ভুটান প্রথম ম্যাচে ভালো খেলেছে। দ্বিতীয় ম্যাচে তারা আরো ভালো খেলতে চাইবে। কারণ তাদের লক্ষ্যই থাকবে দ্বিতীয় ম্যাচ জিতে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করতে। তাই ভুটান নিয়ে সতর্ক বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ফুটবলার রাকিব হোসেন। দলের সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন রাকিবের ইনজুরি খুব বেশি গুরুতর না হলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।