জব্বার স্মৃতি টেনিসে রুবেল ও সুস্মিতা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

ম্যাক্স গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় ১৮ তম প্রকৌশলী এম এ জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতায় পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন এলিট টেনিস একাডেমির রুবেল হোসেন। ফাইনালে তিনি হারিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জুয়েলকে। আর মহিলা এককের ফাইনাল ম্যাচে এলিট টেনিস একাডেমীর মাশফিয়া আফরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন।

এদিকে পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন এলিট টেনিস একাডেমী রুবেল হোসেন ও দেলোয়ার হোসেন। আর মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন ঝালকাঠি টেনিস ক্লাবের সুস্মিতা সেন ও মানিকগঞ্জ টেনিস ক্লাবের পপি আক্তার। এবারের আসরে মোট ১২ টি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে।

ইআরসির নির্বাহী ভাইস চেয়ারম্যান ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। এ সময় উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী ইয়ামিনুর রশিদ তূর্য, টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম।

এবারের আসরে মোট ৫১৯ জন প্রতিযোগী অংশ নেয়। পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও মহিলার দ্বৈত ইভেন্টে খেলোয়াড়দের মধ্যে দুই লাখ ৪ হাজার ৫০০টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.