চট্টগ্রাম টেস্ট হতাশায় শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই জোড়া সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। দুই ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৮১ ওভারে ২ উইকেটে ৩০৭ রান করেছে প্রোটিয়ারা। স্টাবস ১০৬ রানে আউট হলেও ১৪১ রানে অপরাজিত আছেন জর্জি। বাংলাদেশের তাইজুল ইসলাম ১১০ রানে ২ উইকেট নেন। আলো-স্বল্পতার কারনে নির্ধারিত ৯ ওভার বাকী থাকতে প্রথম দিনের খেলা শেষ হয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি সপ্তম ওভারেই ভাঙতে পারতো বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ পেসার হাসান মাহমুদের বলে দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্জির ক্যাচ ধরতে পারেননি অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। তখন জর্জির নামের পাশে ছিল ৬ রান।

জীবন পেয়ে অধিনায়ক আইডেন মার্করামকে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১০৩ বলে ৬৯ রানের সূচনা এনে দেন জর্জি। ইনিংসের ১৮তম ওভারে স্পিনার তাইজুল ইসলামের হাত ধরে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। উইকেট থেকে বেরিয়ে এসে তুলে মারতে গিয়ে মিড অনে মোমিনুল হকের সহজ ক্যাচে সাজঘরে ফিরেন ২টি চারে ৫৫ বলে ৩৩ রান করা মার্করাম।

এরপর তিন নম্বরে নামা স্টাবসকে নিয়ে দক্ষিণ আফ্রিকার রানের চাকা ঘুড়িয়েছেন জর্জি। অঙ্কনের ভুলে ব্যক্তিগত ২৫ রানে জীবন পান স্টাবস। তাইজুলের ঝুলিয়ে দেওয়া বলে ব্যাট লাগাতে পারেননি স্টাবস। তখন ক্রিজ থেকে বাইরে ছিলো স্টাবসের পা। এ অবস্থায় বল গ্লাভসে নিতে না পারায় স্টাবসকে স্টাম্পিং করার সহজ সুযোগ হারান অঙ্কন। জীবন পেয়ে বাংলাদেশী বোলারদের উপর আধিপত্য বিস্তার করে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান স্টাবস।

২০১৯ সালের পর দক্ষিণ আফ্রিকার হয়ে একই টেস্টে দুই ব্যাটার সেঞ্চুরির নজির গড়লেন। এর আগে বিশাখাপত্তমে ভারতের বিপক্ষে ডিন এলগার ১৬০ ও কুইন্টন ডি কক ১১১ রানের ইনিংস খেলেছিলেন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.