ক্রীড়া প্রতিবেদক
প্রথম ম্যাচে বাজেভাবে হারের ক্ষত ভুলে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে আগামীকাল দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের ম্যাচটি।
ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডে ৯২ রানে হারে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ২৩ রানে শেষ আট উইকেট হারায় টাইগাররা। বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় নতুন কিছু না। কিন্তু এমন চিত্র দিন-দিন দীর্ঘ হচ্ছে।
প্রথম ম্যাচে হারটি মানসিক বিপর্যয়ের জন্য হয়নি বলে মনে করেন দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মিরাজ বলেন, ‘একটি খারাপ ম্যাচ আমাদের রাতারাতি খারাপ দলে পরিণত করবে না। আমরা আফগানিস্তানের বিপক্ষে অনেক ম্যাচ জিতেছি, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। এই ফরম্যাটে আমরা বেশ শক্তিশালী দল। আমরা বিশ্বকাপে ও দ্বিপাক্ষিক সিরিজে তাদের হারিয়েছি।’
২৩৬ রানের টার্গেটে ওপেনার তানজিদ হাসান তামিমকে দ্রুত হারানোর পর ২ উইকেটে ১২০ রান করে শক্ত অবস্থায় ছিলো বাংলাদেশ। কিন্তু এরপরই আফগানিস্তানের তরুণ অফ-স্পিনার মোহাম্মদ গজানফারের ঘূর্ণি সামলাতে না পেয়ে অসহায় আত্বমসমর্পন করে টাইগাররা।
মিরাজ বলেন, ‘আমরা নিজেদের মাটিতে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছি। এমনকি আগেও তাদের বিপক্ষে সিরিজও জিতেছি। তাই প্রথম ম্যাচে হারের মানে এই নয়, সবকিছু শেষ হয়ে গেছে এবং আমরা ঘুড়ে দাঁড়াতে পারবো না। আশা করি, আমরা দারুনভাবে ফিরে আসবো।’