জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ নারী দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তারা। এরপর বল হতেও বাজিমাত। বাংলাদেশ নারী দলও পেয়েছে ১৫৪ রানের বড় জয়।বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে পায় ৫৯ রান। মুর্শিদা খাতুন ৩৮ রান করে ফিরে যান। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৪ রান যোগ করে বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে ওপেনার ফারজানা হক খেলেন ১১০ বলে ৬১ রানের ইনিংস।

তবে ব্যাটারদের মধ্যে সেরা ইনিংসটা খেলেছেন তিনে নামা শামীমা আক্তার। তিনি ৮৯ বলে ৯৬ রান করে আউট হন। ১৪টি চার আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ২৮ ও স্বর্ণা আক্তার ১৩ রান যোগ করেন। বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান করে।

জবাব দিতে নেমে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২৮.৫ ওভারে মাত্র ৯৮ রান তুলে অলআউট হয়েছে। আইরিশ মেয়েদের পক্ষে ওপেনার সারাহ ফোরবেস ২৫ রান করেন। চারে নেমে অর্লা প্রিন্ডারগাস্ট ১৯ ও লাউরা ডিলানি ২২ রানের ইনিংস খেলেন। তাদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন বাংলাদেশের তিন বোলার। এর মধ্যে সুলতানা খাতুন ৮.৫ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। পেসার মারুফা ৪ ওভার বোলিং করে নেন ২ উইকেট। নাহিদা আক্তার নেন ২ উইকেট। ওপেনারসহ দলটির তিন ব্যাটার রান আউট হয়েছেন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.