ক্রীড়া প্রতিবেদক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দুর্দান্ত জয়ে ইন্টার মিলানকে নামিয়ে ফের টেবিলের শীর্ষে উঠেছে অলরেডরা। গেল ১৫ বছরে রিয়ালের বিপক্ষে প্রথমবার জিতলো লিভারপুল। রিয়ালের বিপক্ষে ২০০৯ সালের পর গতকালের ম্যাচের আগ পর্যন্ত একবারও জয় পায়নি লিভারপুল। খেলেছে ৮ ম্যাচ। যার ৭টিতেই হার। এর মধ্যে ২ বার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালেও হেরেছিল লিভারপুল।
বুধবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে গোল দুটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গাকপো। মোহাম্মদ সালাহর পেনাল্টি মিস সচরাচর দেখা যায় না। গতকাল বুধবার সেই বিরল দৃশ্যও দেখা গেছে। মিশরীয় তারকার পেনাল্টি মিস হলেও লিভারপুলকে জয় থেকে বিরত রাখতে পারেনি রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৫ ম্যাচে জিতলো লিভারপুল।
অ্যানফিল্ডে শুধু সালাই পেনাল্টি মিস করেছেন, ব্যাপারটা মোটেও এমন নয়। স্পট-কিকে গোল মিস করেছেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপেও। চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫ ম্যাচে পূর্ণ ১৫। সমান ম্যাচ খেলে দ্বিতীয়স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ১৩। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের অবস্থা শোচনীয়। ৩৬ দলের প্রতিযোগিতার এই টুর্নামেন্টে লস ব্লাঙ্কসদের অবস্থান ২৪তম। ৫ ম্যাচে ইউরোপের চ্যাম্পিয়নদের পয়েন্ট মাত্র ৬। জয় ২টি, হার ৩টিতে।