ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাঁচ দলের মধ্যে পঞ্চম হয়ে শেষ করলো বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ স্বাতগিকরা হেরেছে ৬-২ গোলে। এর আগে আজকের প্রথম ম্যাচে ভারত ৬-০ গোলে হারায় জাপানকে।
বাংলাদেশের বিপক্ষে জয়ে সেমিফাইনালে ভারতকে এড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান ও জাপান-দুই দলের সংগ্রহ সমান ৫ পয়েন্ট করে। গোল গড়ে পাকিস্তান গ্রুপে তৃতীয় স্থান পেয়েছে। আর জাপান গ্রুপে চতুর্থ হয়েছে। ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে গেছে ভারত। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া। ২১ ডিসেম্বর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে কোরিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে জাপানের বিপক্ষে।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১০ম মিনিটে আরশাদ হোসেনের বুদ্ধিদীপ্ত পাস ফাকায় পেয়েও গোল করতে পারেননি দ্বীন ইসলাম ইমন। ১৩ মিনিটে ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সোহানুর রহমান সবুজের হিট স্টিকে থামিয়ে দেন রাসেল মাহমুদ জিমি। সার্কেলের মধ্যে থেকে আরশাদ হোসেন বল জালে পাঠান। ২০ সেকেন্ডর মধ্যেই সমতায় আসে পাকিস্তান। নাদিম আহমেদ ফিল্ড গোল করেন।
১৭ মিনিটে পেনাল্টি কর্নারে আবু মাহমুদ ফ্লিক বাইরে পাঠান। পরের মিনিটে এজাজ আহমেদের ফিল্ড গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় পাকিস্তান। জুনাইদ মঞ্জুরের স্কয়ার পাস ধরে ২৪ মিনিটে আফরাজ ফিল্ড গোল করলে স্কোরলাইন ৩-১ হয়। ২৬ মিনিটে নাদিম আহমেদের ফিল্ড গোলে স্কোরলাইন ৪-১ করে পাকিস্তান।
৩৪ মিনিটে মোহাম্মদ রাজ্জাকের পেনাল্টি কর্নার থেকে করা গোলে ব্যবধান ৫-১ করে পাকিস্তান। পরের মিনিটে আরশাদ হোসেনের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। আশরাফুল ইসলামের হিটে ঠাণ্ডা মাথায় প্লেস করেন ২০ বছর বয়সি ফরোয়ার্ড। বাংলাদেশ রক্ষণের সমন্বয়হীনতায় ৩৮ মিনিটে এজাজ আহমেদ ফিল্ড গোল করে ৬-২ গোলে ম্যাচ শেষ করে পাকিস্তান। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।