প্রথম বারের মতো বিপিএলে যুক্ত হলো মাসকট

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে আজ বিশেষ এক আয়োজনে বিপিএলের মাসকট উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নির্মাণ করা হয়েছে বিপিএল-২০২৫ আসরের মাসকট। এই মাস্কটের নাম দেওয়া হয়েছে ‘ডানা ৩৬’। আজ রোববার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাস্কটটি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

‘ডানা ৩৬’ যার গড়ন, ব্যবহৃত রং ও অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা, উৎসব এবং সীমাহীন সম্ভাবনাকে। এখানে ডানা শব্দটি পাখা অর্থে ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা ও মুক্তির প্রতীক। ডানা ৩৬ মাসকটটি – ডানা বা পাখা প্রসারিত করা একটি সাদা পায়রা, যা শান্তির প্রতীক এবং প্রতিপাশে ১৮টি করে মোট ৩৬টি রঙিন পালক উপস্থাপন করে ৩৬ শে জুলাই ২০২৪ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে , যা প্রতিটি স্বপ্নবাজ, উদ্যমী, অপ্রতিরোধ্য তরুণকে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগায়। ডানা’র স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা।

একই দিনে সূচিত হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর আনুষ্ঠানিক পথচলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষে এ তারুণ্যের উৎসবেরই একটা অংশ ছিল বিপিএল ২০২৫ আসরের মাস্কট উন্মোচন। অনুষ্ঠানটি আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয়। সার্বিক সহযোগিতায় ছিলো বিসিবি।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.