ক্রীড়া প্রতিবেদক
আবারও ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ দলের ব্যাটাররা। জামাইকা টেস্টে ২ উইকেটে ৬৯ রান নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমে শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১৬৪ রানে। জবাবে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ৭০ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা এখন পিছিয়ে আছে ৯৪ রানে।
১০ রানে দুই উইকেট হারানোর পর সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দিপু টেনেটুনে ৭৩ রানের জুটি গড়ে কিছুটা আশার আলো দেখালেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা হতাশ করে। গতকাল সকালের সেশনে ২৮ ওভারে ৫৩ রানে চার উইকেট হারালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৫ রানে চার উইকেট হারায় দল। বাংলাদেশের ইনিংসে একমাত্র হাফ সেঞ্চুরি করেন সালমান ইসলাম। ৬৪ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন মেহেদী হাসান মিরাজ। সাত ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর।
বাংলাদেশের ইনিংসে ১৫.৫ ওভার বল করে মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জাইডন সিলস। ওভারপ্রতি ডানহাতি ক্যারিরীয় পেসার খরচা করেছেন ০.৩১ রান। এর ফলে একবিংশ শতকে এসে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ক্যারিবিয়ান বোলার।