ক্রীড়া প্রতিবেদক
শ্রীলংকাকে বিধ্বস্ত করে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। স্বাগতিক মেয়েরা আজ জয় পেয়েছে ১২-০ গোলের বিশাল ব্যবধানে। আগামী বুধবার শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। যাদের ১৭ ডিসেম্বর ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এর আগে দিনের প্রথম ম্যাচে ভারত ১-০ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়।
শ্রীলংকা এবারের আসরের তলানির দল। ভুটান ও ভারত ৫-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। এরপর নেপাল শ্রীলংকাকে হারায় ৬-০ গোলে। বাংলাদেশ শ্রীলংকাকে কয় গোলে হারাতে পারে সেটাই ছিল দেখার। শেষ পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। দল। এই ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন আফিদা ও শাহেদা আক্তার রিপা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ গোল উৎসবের শুরুটা করেন আনুচিং মুগিনী। ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ৭ মিনিটে ঋতু পর্না চাকমার গোল। ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৬ মিনিটে স্কোর লাইন ৩-০ করেন সাহেদা আখতার রিপা। ২৪ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেন নি রিপা। ৩২ মিনিটে সুযোগ নষ্ট করেছেন আখি খাতুন। ৩৫ মিনিটে স্বপ্নার শট গোল পোস্টে লেগে প্রতিহত হয়।
৪৩ মিনিটে ঋতু পর্না চাকমা গোল করেন। ঠান্ডা মাথায় বল উঠিয়ে দিয়ে গোল করেন তিনি। ৪৭ মিনিটে গোল করেন আখি। লং শটে গোল করেন তিনি। প্রায় ৪o গজ দূর থেকে গোল করেন আখি। ৪৯ মিনিটে গোল করেন সাহেদা আখতার রিপা।
৫২ মিনিটে শ্রীলঙ্কা তাদের গোল কিপার পরিবর্তন করে। ৫৪ মিনিটে লং শটে গোল করেন আফিদা। ৭০ মিনিটে আফিদার দূর পাল্লার শট শ্রী লঙ্কার জাল খুঁজে নেয়।
৭৭ মিনিটে বাংলাদেশের নবম গোল করেন আনুচিং মুগিনি। ৮৩ মিনিটে আবারও দূর পাল্লার শট আফিদার। হ্যাটট্রিক করেন তিনি। বাংলাদেশের দশম গোল এটি। ৮৫ মিনিটে ১১তম গোল করেন উন্নতি খাতুন। এরপর সাহেদা আখতার রিপা গোল করে হ্যাটট্রিক করেন। ১২-০ গোলের বিশাল জয় নিয়ে ফাইনালের প্রস্তুতি বেশ ভালোভাবেই সারলো বাংলাদেশ।