আগামীকাল শুরু ফেডারেশন কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

চ্যালেঞ্জ কাপের পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। আগামীকাল থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। এবারও প্রিমিয়ার লিগের মাঝে প্রতি মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল এ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। আর ময়মনসিংহ এর রফিক উদ্দিন ভুয়া স্টেডিয়ামে ফর্টিস ফুটবল ক্লাব মুখোমুখি হবে পুলিশ এফসির। দুটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়।

শিরোপা জিতে এরই মধ্যে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করেছে বসুন্ধরা কিংস। মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে তুলেছে তারা। প্রিমিয়ার লিগও শুরু করেছে বড় ব্যবধানের জয় দিয়ে। চট্টগ্রাম আবাহনীকে ৭-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। বসুন্ধরার প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়নও বিপিএল শুরু করেছে জয় দিয়ে। পুলিশ এফসির বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে তারা। পুলিশের মত ফর্টিসও প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ জিততে পারেনি। রহমতগঞ্জ ৩-১ গোলে হারিয়েছে ফর্টিসকে।

দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে আছে বসুন্ধরা কিংস, পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। আর বি গ্রুপের পাঁচ দল হচ্ছে মোহামেডান, আবাহনী, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ১৯৮০ সালে ফেডারেশন কাপ শুরু হওয়ার পর সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী। ১২ বারের চ্যাম্পিয়ন তারা। ১১ বার শিরোপা জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তিনবার করে ফেডারেশন কাপ জিতেছে মুক্তিযুদ্ধ সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ জামাল ও বসুন্ধরা কিংস। এছাড়া শেখ রাসেল জিতেছে একবার।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.