প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চায় যুব বিশ্বকাপ হকিতে যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক

ফুলের মালায় বরণ করা হয় প্রত্যেককে। বাংলাদেশ হকি ফেডারেশন এর সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ হাতে আমিরুল, রকিদের গলায় ফুল পরিয়ে দিয়েছেন। ওমানের মাসকট থেকে ঢাকায় এসে সোজা বিমান বাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ দল।

হকিতে আগে যা কেউ করতে পারেনি তাই করে দেখিয়েছে তারা। প্রথম বারের মতো যুব বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল। যে কোন পর্যায়ের হকিতে বিশ্বকাপে বাংলাদেশ এবারই প্রথম অংশগ্রহণ করবে। পুরুস্কার হিসেবে খেলোয়াড়দের ৫ লাখ টাকার চেক তুলে দিয়েছেন বিমান বাহিনীর প্রধান।

আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ হকি। ওমানের মাসকটে জুনিয়র এশিয়া কাপ হকি ছিল যুব বিশ্বকাপের বাছাইপর্ব। থাইল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দেওয়ার মাধ্যমে যুব বিশ্বকাপে খেলা নিশ্চিত করে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর স্থান নির্ধারণী ম্যাচে চীনকে ৬-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম হয় বাংলাদেশ। সাফল্য এমনিতেই ধরা দেয় নি। আগের চেষ্টায় না পারলেও এবার সফল হওয়ার পেছনে অনেক কারণ আছে।

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল আর্থিক পুরস্কার পাচ্ছে বিভিন্ন মহল থেকে। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন মেয়েরা। এবার যুব হকি দলের চাওয়া প্রদান উপদেষ্টা যেন তাদের আমন্ত্রণ জানান। এদিকে বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রস্তুতিতে সব ব্যবস্থাই নেয়া হবে বলে জানিয়েছেন হকি ফেডারেশন এর সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.