বিজয় দিবস কাবাডিতে পুলিশ, নৌ বাহিনী ও আনসারের শুভ সূচনা

ক্রীড়া প্রতিবেদক

বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতায় শুভ সূচনা করেছে পুলিশ, নৌ বাহিনী এবং আনসার ও ভিডিপি কাবাডি দল। পুলিশের পুরুষ ও নারী উভয় দলই জয় পেয়েছে। পুলিশের পুরুষ কাবাডি দল ৫৬-২৮ পয়েন্টে হারিয়েছে ফায়ার সার্ভিসকে।

পুরুষদের মত পুলিশের নারী কাবাডি দলও বড় জয় পেয়েছে। নড়াইল জেলাকে ৪৫-১৬ পয়েন্টে হারিয়েছে পুলিশ নারী দল। পুরুষ বিভাগের অন্য ম্যাচে বাংলাদেশ জেলকে ৫৪-২১ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। আজকের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে আনসার ও ভিডিপি নারী দল। জয়পুরহাট জেলা নারী দলকে ৬২-১২ পয়েন্টে হারিয়েছে তারা।

এর আগে বিকেলে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। পুরুষ ও নারী উভয় বিভাগে ছয়টি করে মোট ১২ টি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। ২৪ ডিসেম্বর পুরুষ ও নারী বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে।

Related articles

Comments

Share article

spot_img

Latest articles

Newsletter

Subscribe to stay updated.