ক্রীড়া প্রতিবেদক
বিপিএলে টানা পঞ্চম জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। অন্যদিকে, চলতি বিপিএলে নাম লেখানো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস টানা চার ম্যাচেই হারের মুখ দেখল। ঢাকা পর্বে টানা তিন হারের পর ভাগ্য বদলালো না সিলেটেও। রংপুরের বোলারদের তোপে মাত্র ১১১ রানে থেমেছিল ঢাকা ক্যাপিটালস। জবাবে ৪০ বল হাতে রেখেই ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে আসরে এখন পর্যন্ত অপরাজিত থাকা রংপুর রাইডার্স।
সিলেটে টস জিতে রংপুর শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। কোচ খালেদ মাহমুদ সুজন এদিন দলের ব্যাটিং অর্ডার পরিবর্তন করলেও লাভ হয়নি। বিপিএলে যোগ দেওয়া জেসন রয়ের সঙ্গে মারকুটে ব্যাটার হাবিবুর রহমান সোহানকে দিয়ে ইনিংস ওপেন করায় ঢাকা। তারা ৩.১ ওভারে ২৮ রান যোগ করেন। হাবিবুর ১২ বলে ১৪ রান করে আউট হন। রয় ১২ বলে ১৮ রান করে ফিরে যান। তিনে নেমে তানজিদ তামিম ১৬ বলে ২০ রানের ইনিংস খেলেন। চারে নেমেও রান পাননি লিটন দাস। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। ৮.৫ ওভারে ৭০ রান থেকে একশ’র পরেই অলআউট হয় ঢাকা।
রংপুরের হয়ে এদিন নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন। তিনি ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। পাকিস্তানের তরুণ বাঁ-হাতি পেসার আকিফ জাভেদ ৩.৩ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। খুশদীল শাহ ২ ওভারে ১৪ রান খরচা করে নিয়েছেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ১৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। দলটির হয়ে আগের ম্যাচে সেঞ্চুরি করা ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ২৭ বলে তিন চার ও চারটি ছক্কার শটে ৪৪ রান যোগ করেন। ১৩ বলে ২৭ রানের হার না মানা ইনিংস খেলেন খুশদীল শাহ।