ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচে মোহামেডানকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী। ঢাকা আবাহনী এই মৌসুমে বিদেশি ফুটবলার ছাড়াই খেলছে। বাংলাদেশের ফুটবলে বিদেশি ফুটবলাররা ম্যাচের নিয়ন্ত্রক হলেও আবাহনী দেশি ফুটবলার দিয়েই বাজিমাত করছে। জাতীয় দলে এক সময় নিয়মিত ফরোয়ার্ড ইব্রাহিমের একমাত্র গোলে মোহামেডানকে পরাজিত করেছে। ৭৪ মিনিটে মোহামেডানের সাবেক এই ফরোয়ার্ডের দারুণ এক ফিনিশিংয়ে এগিয়ে যায় আবাহনী।
অথচ এই গোলের ১০ মিনিট আগেই লিড নিতে পারতো মোহামেডান। বাঁ প্রান্ত থেকে সোলেমান দিয়াবাতের কর্নার থেকে বক্সে দাঁড়িয়ে ফ্লিক করেছিলেন মইন। দারুণভাবে সেই বল ক্লিয়ার করে দলকে বাঁচিয়েছিলেন আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা। এই মৌসুমে দ্বিতীয়বার মুখোমুখি হলো আবাহনী ও মোহামেডান। প্রিমিয়ার লিগে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। এক মাস আগে এই ভেন্যুতে সেই হারের জবাব দিলো আবাহনী।
প্রথম ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে হেরে বসার সেই খেসারত মোহামেডানকে দিতে হচ্ছে হয়তো। দুই হারে তারা এখন গ্রুপে তিনে নেমে গেলো। শীর্ষে ও দুই থাকা রহমতগঞ্জ ও আবাহনী দুই দলেরই পয়েন্ট ৬ করে। বাকি দুই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই পরের রাউন্ডে উঠে যাবে আবাহনী ও রহমতগঞ্জ। তখন মোহামেডান শেষ ম্যাচে জিতলেও লাভ হবে না। গতবারের রানার্সআপ সাদাকালোদের সামনে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা কাগজ-কলমে টিকে থাকলেও বাস্তবে কম। ফেডারেশন কাপের অন্য ম্যাচে ফকিরেরপুলের সাথে ২-২ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী।