ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বীচ ফুটবল টুর্নামেন্ট । তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে এই বীচ ফুটবল টুর্নামেন্ট। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ সালাউদ্দিন। টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল। যেগুলোর নামকরণ করা হয় কক্সবাজারের বিখ্যাত পর্যটন স্থান ইনানী, লাবনী, বাঁকখালি, এবং হিমছড়ি ফুটবল দল নামে।
২টি গ্রুপে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত বীচ ফুটবলে প্রত্যেকটি দলে ৯ জন করে খেলেছে। প্রতিটি ম্যাচের নির্ধারিত সময় ছিল ৩০ মিনিট। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় লাবনী ও বাঁকখালি ফুটবল দল। উত্তেজনাপূর্ন ফাইনাল ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে লাবনী দলকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাঁকখালি ফুটবল দল।
বাফুফের বীচ ফুটবল কমিটির চেয়ারম্যান হয়েছেন ফটিস ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট শাহিন হাসান। তার অধীনে এটাই প্রথম টুর্নামেন্ট। কক্সবাজারে আন্তর্জাতিক বীচ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের কথা জানিয়েছেন শাহিন হাসান। বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও অনূর্ধ্ব ১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম জানিয়েছেন ফুটবলকে মাঠে রাখতে সব কার্যক্রমই নেয়া হচ্ছে।