ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রামের বিপক্ষেও হেরেছে ঢাকা। ঢাকা ক্যাপিটালস পাঁচ ম্যাচ পার করেও সুফল বয়ে আনতে পারেনি। এখন পর্যন্ত সবকটিতেই হারের মুখ দেখেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। আগে ব্যাট করে সাব্বিরের ছক্কাবৃষ্টিতে ১৭৭ রানে থামে আসরে জয়ের খোঁজে থাকা ঢাকা। জবাবে ৩ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম।
ম্যাচের শুরুটা ভালো হয়নি ঢাকা ক্যাপিটালসের। ৪ বলে মাত্র ১ রান করে ফিরে যান জেসন রয়। তবে অপর ওপেনার তানজিদ হাসান তামিম ধীরে ধীরে ইনিংস মেরামতের চেষ্টা করেন। সাব্বির রহমান ক্রিজে এসে শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের উপর চড়াও হন। সাব্বিরের দুর্দান্ত ফিফটি আসে মাত্র ২২ বলে। এরপরও তার ব্যাটিংয়ের দাপট থামেনি। চট্টগ্রামের কোনো বোলারই তাকে থামানোর পথ খুঁজে পাননি। সাব্বিরের সঙ্গে তানজিদ হাসানও অর্ধশতক পূর্ণ করেন। ৪৮ বলে ৫৪ রান করে তিনি বিদায় নেন। অন্যদিকে, সাব্বির শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের রান ১৭৭-এ নিয়ে যান। ৩৩ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে সাব্বির মারেন ৯টি ছক্কা ও ৩টি চার।
জবাবে চট্টগ্রামকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও উসমান খান। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে করেন ৫৫ রানের জুটি। তবে সপ্তম ওভারের প্রথম বলেই ব্যাক্তিগত ১৭ রান করে আউট হন ইমন । আরেক ওপেনার উসমান খান ফেরেন পেসার মুস্তাফিজুর রহমানের বলে। সাজঘরে ফেরার আগে খেলেন ৩৩ বলে ৫৫ রানের দুর্দান্ত ইনিংস। শেষে এসে শামীম হোসেন পাটোয়ারি ও মোহাম্মদ মিথুন দ্বায়িত্ব নিয়ে খেলেন। দলকে নিয়ে যান জয়ের বন্দরে। শামীম ১৪ বলে ৩০ ও মিথুন ২২ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন।