স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে নাম লিখিয়েছে বাংলাদেশ। আজ বুধবার স্কটিশ মেয়েদের ১৭ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ডি-গ্রুপে তিন ম্যাচের ২টিতে জিতে পরের রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সুমাইয়া আক্তারের দল।

মালয়েশিয়ার ইউএসডি-ইউকেএম ওভাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ১০৩ রান তুলতে পারে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ২৮ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। আফিয়া আশিমা ১৯ বলে ২১, জুয়াইরিয়া ফেরদৌউস ৩২ বলে ২০ ও ফাহমিদা চয়া ১২ বলে ১৪ রান করেন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত ২ উইকেটে হারে সুমাইয়ারা। অবশেষে জয় দিয়েই গ্রুপপর্ব শেষ করলো বাংলাদেশ। চারটি গ্রুপ থেকে সেরা ৩টি করে মোট ১২ দল যাবে সুপার সিক্সে। সেখানে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপে থাকবে ৬ দল।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.