৪৮ দল নিয়ে ছয় ভেন্যুতে শুরু জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গমাতা জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বের খেলা আজ দেশের ছয়টি ভেন্যুতে শুরু হয়েছে। ভেন্যুগুলো হচ্ছে ফেনী, ময়মনসিংহ, মাদারীপুর, যশোর, রাজশাহী ও পঞ্চগড়। জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বিস্তারিত জানাতে বাফুফে ভবনে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন।

এই প্রতিযোগিতায় ৪৭টি জেলা ফুটবল দল ও আনসার ভিডিপিসহ মোট ৪৮টি দল অংশ নিচ্ছে। এই চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনা হবে বলে জানিয়েছেন ফিফা কাউন্সিল মেম্বার ও বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরন। ‘আমাদের ক্যাম্পের কোন ফুটবলার এই চ্যাম্পিয়নশিপে খেলছে না। কারণ আমরা চাই এখানে ট্যালেন্ট হান্ট করতে। যেহেতু কোভিডের ভেতরে আমাদের ক্যাম্পের ফুটবলাররা বায়োবাবলের মধ্যে আছে তাই তারা খেলছে না। জেলা থেকেই টিম হয়েছে। আমরা চেষ্টা করবো সেখান থেকে কিছু ট্যালেন্ট বের করে আনতে’। জানিয়েছেন মাহফুজা আক্তার কিরন।

মেয়েদের ফুটবল লিগ কবে শুরু হবে এই প্রশ্ন ছিল বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরনের কাছে। তিনি জানিয়েছেন, আগামী বছরের ক্যালেন্ডার হওয়ার পরই লিগের তারিখ চূড়ান্ত করা হবে। ‘লিগ হবে। তবে এই মুহুর্তে আমি সময়টা বলতে পারছি না। সেটা বছরের শুরুর দিকেও হতে পারে। শেষের দিকেও হতে পারে। লিগ হবে। লিগ চলমান থাকবে। এ ব্যাপারে আমি আপনাদের নিশ্চিত করতে পারি। আমরা শুধু ২০২২ সালের ক্যালেন্ডারের জন্য অপেক্ষা করছি। ক্যালেন্ডার হয়ে গেলে আমরা ফিক্সড করে দেব লিগ কবে শুরু হবে’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসের চৌধুরী, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, স্পন্সর প্রতিষ্ঠান আনোয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার সৈয়দ ইকবাল আহমেদ ও ম্যাক্স গ্রুপের জেনারেল ম্যানেজার ইলেক্ট্রিক্যাল সানাউল হক বকুল।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.