বাফুফে সভাপতি-ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল বাংলাদেশে নিযুক্ত মাননীয় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক করেছেন। এ সময় বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম উপস্থিত ছিলেন।

বৈঠকে মূলত আসন্ন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুটি ম্যাচ নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশাবাদী যে, ফুটবল দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং ক্রীড়ায় সহযোগিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ২৫ মার্চ ভারতের শিলংয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আবার বাংলাদেশে ভারতের ফিরতি লেগের খেলা ১৮ নভেম্বর।

বাফুফে আশা করছে, আসন্ন ম্যাচগুলো সফল হবে এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও সহযোগিতা ও ফুটবলের উন্নয়নে কাজ করবে।

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.