উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান ক্রীড়া উপদেষ্টার

ক্রীড়া প্রতিবেদক

ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জাতীয় নারী দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।

বাংলাদেশ জাতীয় নারী দলের জন্য আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বাংলাদেশ নারী দলের সদস্যদের বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। নারী দলের এই সাফল্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন বলে জানান রেজাউল মাকছুদ জাহেদী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব তার বক্তব্যে বলেন , ‘আমাদের নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন নারী দলের এই অর্জনে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কিভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সাথে আছে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরো অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’

Related articles

Comments

Share article

Latest articles

Newsletter

Subscribe to stay updated.