ক্রীড়া প্রতিবেদক
২৪তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপের আসর বসবে আগামী নভেম্বরে বাংলাদেশে। কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের নেতৃত্বে মর্যাদাপূর্ণ এই আসরের স্বাগতিক হওয়ার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আরচ্যারী ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
আরচ্যারীর বিদ্যমান কমিটি ভেঙে সম্প্রতি অ্যাডহক কমিটি করা হয়েছে। নতুন কমিটিতে এক নম্বর সদস্য হিসেবে আছেন চপল। এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে চপলই থাকছেন বলে জানিয়েছেন আরচ্যারী ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।
আরচ্যারীর বিদ্যমান কমিটি ভেঙে দেয়ায় বাংলাদেশ এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নিপের স্বাগতিক থাকছে কিনা এ নিয়ে শঙ্কা তৈরী হয়েছিল। কয়েকটি দেশ স্বাগতিক হতে সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু আরচ্যারীর আন্তর্জাতিক অঙ্গনে রাজীব উদ্দীন আহমেদ চপলের যে গ্রহণযোগ্যতা তাতে সেই শঙ্কা আর থাকছে না।
এর আগে ২০১৭ ও ২০২১ সালে এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ। বড় আসর আয়োজনের অভিজ্ঞতা আগে থেকেই আছে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের।