ক্রীড়া প্রতিবেদক
স্কটল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপ ক্রিকেটের মূল পর্বের আরো কাছে চলে এসেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। ৩৪ রানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এর ফলে বাছাই পর্বে টানা তিন ম্যাচ জিতল বাংলাদেশ দল।
ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২ রানের রেকর্ড ভেঙে এটি ছিল ওয়ানডেতে দলীয় রান সংগ্রহে বাংলাদেশের নতুন রেকর্ড। গত বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওই ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছিল বাংলাদেশ।
মাত্র চারদিন পরেই আজ মঙ্গলবার সেই রেকর্ডটি ভেঙে ফেলেছে বাংলাদেশ। লাহোরেই গড়েছে নতুন রেকর্ড। স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে আজ ২৭৬ রান তুলেছে বাংলাদেশ। এটি এখন ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।
নিগার সুলতানা জ্যোতিদের রেকর্ড রানের জবাবে স্কটল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তুলতে পেরেছে ২৪২ রান। একটি সময় মনে হয়েছিল, স্কটল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে জিতবে বাংলাদেশ। কেননা ১১০ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল স্কটল্যান্ড। কিন্তু অষ্টম উইকেটে প্রিয়ানাজ চ্যাটার্জি ও রাসেল স্লেটার ১১৫ রানের বিশাল জুটি করে ব্যবধান কমিয়ে আনেন। দুইজনই হাঁকান ফিফটি।