ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে দ্বিতীয় দিনের খেলায় বালক বিভাগে জয় পেয়েছে বগুড়া, কিশোরগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলা।
পল্টন ময়দানে এদিন বগুড়া ৬২-১৭ পয়েন্টে রাজশাহী জেলাকে হারিয়েছে। বড় জয়ের পথে প্রতিপক্ষ দলকে ৫ বার অল-আউট করে বগুড়া। সাতক্ষীরা জেলার বিপক্ষে কিশোরগঞ্জের জয় ৪২-৩০ পয়েন্টে। ম্যাচে কিশোরগঞ্জ প্রতিপক্ষ দলকে ২ বার অল-আউট করেছে, সাতক্ষীরা জেলা ১ বার কিশোরগঞ্জকে অল-আউট করে। রংপুর ও গোপালগঞ্জের মধ্যকার ম্যাচ শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ। শেষ দিকে এসে গোপালগঞ্জকে হারিয়ে বিজয়োল্লাস করে রংপুর জেলা। ম্যাচের স্কোর লাইন ৩৪-৩১। দুই দল প্রতিপক্ষকে ১ বার করে অল-আউট করে। আরেক ম্যাচে চট্টগ্রাম জেলা ৩৯-২২ পয়েন্টে যশোর জেলাকে হারিয়েছে। বড় জয়ের পথে যশোরকে ২ বার অল-আউট করে চট্টগ্রাম।
এদিকে মেয়েদের বিভাগে জয় পেয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল ও নড়াইল জেলা। জয়পুরহাটের বিপক্ষে ঢাকা জেলার জয় ৩৬-৩১ পয়েন্টে। ফরিদপুর ৩২-১৯ পয়েন্টে বগুড়া জেলাকে হারিয়েছে। কুমিল্লার বিপক্ষে বরিশালের জয় ৬২-১৪ পয়েন্টের। আরেক ম্যাচে বরগুনার বিপক্ষে নড়াইল জেলার জয় ৬১-১২ পয়েন্টের।